ডেস্ক রিপোর্ট: রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটেছে। অক্সিজেন লেভেল কমে যাওয়ায় বর্তমানে তার অক্সিজেন সাপোর্ট লাগছে।
হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তার শারীরিক অবস্থা স্থিতিশিল ছিল। তবে হঠাৎ শারীরিক অবস্থা অবনতি হওয়ায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।
বুধবার (৩১ মার্চ) তার তৃতীয় দফায় করোনা পরীক্ষা করা হয়। তৃতীয়বারের রিপোর্টেও তার করোনা ‘পজিটিভ’ এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।