খেলাধুলা ডেস্ক : নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েকটি ঘণ্টার অপেক্ষা। বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আগামী ফেব্রুয়ারিতেই ৩৬-শে পা রাখবেন। এই বয়সে বেশিরভাগ ফুটবলারই তাদের পায়ের জুতা তুলে রাখেন। কিন্তু সিআর সেভেনের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। ‘অনেক, অনেক বছর’ খেলে যেতে চান এই পর্তুগিজ সুপারস্টার।
বয়স বাড়লেও ফুটবল মাঠে খেলার ধার একটুও কমেনি জুভেন্টাস ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর। খেলে যাচ্ছেন আপন গতিতে। ইতালিয়ান সিরি ‘আ’তে তার দল জুভেন্টাস পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থাকলেও ১০ ম্যাচে ১২ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরেই রয়েছেন তিনি।
সম্প্রতি বিসিবিতে সাক্ষাৎকার দেওয়ার সময় সাংবাদিক প্রশ্ন করেন, আর কতদিন নিজের খেলা চালিয়ে যাবেন? এই প্রশ্নের উত্তরে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো বলেন, ‘আমার ক্ষেত্রে বয়স কোনো বিষয় না। ভালো আছি, আর খুব ভালো সময় কাটাচ্ছি। তাই আমি অনেক, অনেক বছর খেলে যেতে চাই। কিন্তু কতদিন নিজের খেলা চালিয়ে যেতে পারব- সেটা জানি না।’
তিনি আরো বলেন, ‘এটা ফুটবল, আগামীকাল কি ঘটবে সেটা আমরা কেউই জানি না। উদীয়মান ফুটবলারদের সঙ্গে কথা বললেই তাদেরকে সময়টা উপভোগ করতে বলি। কেননা আগামীতে কার ভাগ্যে কী আছে সেটা বলা মুশকিল। আমার নিকট ভবিষ্যতকে আমি উজ্জ্বল দেখতে পাচ্ছি। তাই অনেক খুশি।’
দর্শকশূন্য মাঠে খেলা নিয়ে সিআর সেভেন বলেন, ‘আমি ভক্ত ছাড়া মাঠে খেলতে খুব একটা পছন্দ করি না। খুব শিগগির মাঠে দর্শকেরা আসবে- এই আশাবাদ ব্যক্ত করি।’
তিনি আরো বলেন, ‘অভিশপ্ত এই মহামারী আমাদের স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত ঘটাচ্ছে। কিন্তু প্রকৃতি তার নিয়মেই চলবে। এটা আমাদের মানতেই হবে। আমি মনে করি, এই মহামারী খুব তাড়াতাড়ি শেষ হবে। আর ফুটবলপ্রেমীরা আবারো গ্যালারীতে ভিড় জমাবে।’
উল্লেখ্য, আর মাত্র ৭টি গোল করলেই জাতীয় দলের হয়ে ইরানের কিংবদন্তি ফুটবলার আলি দাই’য়ের রেকর্ডে ভাগ বসাবেন।