যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলায় আগুনে ঝলসে গেছেন অন্তঃসত্ত্বা স্ত্রী। দগ্ধ হয়েছেন স্বামী প্রদীপ ওরফে আলামিনও। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ঝিকরগাছা উপজেলার রাজাপুর ইউনিয়নের কাউনিয়া দাসপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ তাদের দু’জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। দগ্ধ স্ত্রী পুতুল রানীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
তবে প্রদীপের দাবি, ঝগড়া বিবাদ হওয়ায় স্ত্রী গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন। আগুন নেভাতে গিয়ে তিনি দগ্ধ হয়েছেন।
স্থানীয় সূত্র ও প্রতিবেশীরা জানান, মঙ্গলবার রাতে প্রদীপ ও তার স্ত্রী পুতুলের মধ্যে ঝগড়া হয়। গভীর রাতে তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা বাইরে এসে দেখেন ঘরের মধ্যে আগুন জ্বলছে। এ সময় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ঝগড়ার কারণে প্রদীপ তার স্ত্রীর গায়ে আগুন দিতে পারে বলে অভিযোগ প্রতিবেশীদের।