আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত নির্বাচনের পর টানা ১০ দিন ধরে কিরগজিস্তানের মানুষ ও বিরোধী দল তার পদত্যাগ দাবি করে বিক্ষোভ করছিল। অবশেষে বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন দেশটির প্রেসিডেন্ট সুরনবাই জেনবেকোভ। নতুন প্রধানমন্ত্রীর ক্ষমতা গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগ করলেন তিনি।
বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দেন সুরনবাই জেনবেকোভ। দেশটির পার্লামেন্ট মনোনীত নতুন প্রধানমন্ত্রী সাদির জাপারভকে মেনে নিতে অস্বীকৃতি জানানোর একদিন পর তিনি ক্ষমতা ছাড়ার ঘোষণা দেন তিনি।
এক বিবৃতিতে তিনি বলেছেন, আমার পদত্যাগের দাবিতে সাধারণ মানুষ আর আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ হোক সেটা আমি চাই না।
