অনলাইন ডেস্ক : মঞ্চ নাটক ও টেলিভিশন নাটকের গুণী অভিনেতা এবং বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলুর মৃত্যুতে মন্ত্রিসভার সদস্যরা শোক প্রকাশ করেছেন। পৃথতক শোক বার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) ভোর ৬টা ৩৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুজিবুর রহমান দিলু।
মজিবুর রহমান দিলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি এক শোক বার্তায় বলেন, মজিবুর রহমান দিলু কেবল প্রথিতযশা নাট্যজনই ছিলেন না, তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং অসাম্প্রদায়িক চেতনার ধারক ও বাহক। তার মৃত্যুতে আমি অত্যন্ত কাছের একজন সুহৃদকে হারালাম। আর জাতি হারাল একজন বীর সন্তানকে।
এছাড়া শোক প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদও শোক বার্তা দিয়েছেন।