‘অমর একুশে বইমেলার সময়সীমা আগামী ২ মার্চ শনিবার পর্যন্ত দুই দিন বাড়ানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অমর একুশে বইমেলার সময়সীমা বাড়ানো হলো।
আজ ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অমর একুশে বইমেলার ২৯তম দিন। মেলা শুরু হয় বিকেল ৩ টায় এবং চলে রাত ৯ টা পর্যন্ত।
মেলায় কবিতার বই ৪০টি, উপন্যাস ২১টি, গল্পের বই ১৮টি, প্রবন্ধ গ্রন্থ ১৪ টি, শিশু সাহিত্য ৩টি, ভ্রমণ সংক্রান্ত বই ২টি, নাটক ৩টি ও অন্যান্য ৮টিসহ মোট নতুন বই এসেছে ১২৭টি।
লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন লেখক ও আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন, পুঁথি গবেষক জালাল খান ইউসুফী, কথাসাহিত্যিক মাহমুদুন নবী রনি এবং কবি রনি রেজা।
আগামীকাল শুক্রবার অমর একুশে বইমেলার ৩০তম দিন। মেলা শুরু হবে সকাল ১১টায় এবং চলবে রাত ৯ টা পর্যন্ত।