বিনোদন ডেস্ক : গ্রামীণ পটভূমিতে রচিত ‘অ্যাটেম টু বিয়ে’ নামে নতুন ধারাবাহিক নাটক নিয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী নাদিয়া আহমেদ ও আ খ ম হাসান। তারা দুজনেই নিয়মিত নাটক-টেলিফিল্মে অভিনয় করছেন।
নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান ও নাদিয়া আহমেদ। মুস্তাফিজুর রহমান নাহিদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সোহেল তালুকদার। বুধবার (৯ ডিসেম্বর) গাজীপুরের বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
নাটক প্রসঙ্গে নাদিয়া আহমেদ বলেন, ‘‘অ্যাটেম টু বিয়ে’ নাটকে শুধু কমেডি রয়েছে তা নয়, এখানে কমেডির মাধ্যমে কিছু বার্তা দেওয়া হয়েছে। আশা করছি, দর্শক নাটকটি পছন্দ করবেন।’’
রোকসানা ইয়াছমীন ও পিয়াল হাসান প্রযোজিত এ নাটকে আরো অভিনয় করেছেন—শিরিন আলম, হান্নান শেলী, নয়ন চৌধুরী, আহমেদ সাজু প্রমুখ। খুব শিগগির নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক নাহিদ।