চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মিছিল করেছে ঘাটাইল উপজেলার সাধারণ ছাত্র সমাজ ও জনতা। উগ্রবাদী সন্ত্রসী সংগঠন ইসকনের সমর্থনে আলিফ এর খুনিদের বিচারের দাবি ও সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি জানান শিক্ষার্থীরা।
আজ বুধবার বিকেল ৫ টায় ঘাটাইল উপজেলার কোট মসজিদ চত্বরে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করে পৌর সভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘাটাইল কলেজ মোড় চত্বরে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও, উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না, বিচার চাই বিচার চাই সাইফুল হত্যর বিচার চাই। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
এ সময় ছাত্র সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন, প্রান্ত, রাকিব, দেওয়ান সাইফুল ইসলাম, শাহিনুর রহমান, সাজ্জাদ, তানভীর, আরিফ হোসেন, সকাল, সাকিব, দৃশ্য প্রমুখ।