আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে মাছ ধরতে গিয়ে ট্রেনের ধাক্কায় মিজানুর রহমান নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১১টায় হালির মোড়ের এলাকার অদূরে যোয়ানা নামক রেল সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের রোয়ার গ্রামের মৃত ছামির মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি সূত্রে জানা যায়, নিহত মিজানুর রহমান (৫০) সকালে মাছ শিকারের উদ্দেশ্য বাড়ি থেকে জাল নিয়ে পার্শ্ববর্তী যোয়ানা নামক রেল সেতুর কাছে মাঠে যান। মাছ শিকার শেষে বেলা সাড়ে ১১টার সময় রেল লাইন পার হওয়ার সময় লালমনির হাট থেকে ছেড়ে আসা ঢাকা গামী ৭৯৮নং ডাউন আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর- জামালগঞ্জ রেল ষ্টেশনের মধ্যেবর্তী কথিত যোয়ানা রেল সেতুতে কাটা পড়ে ঘটনাস্থলেই সে মৃত্যু হয়। সংবাদ পেয়ে লাশটি শনাক্ত করে পরিবারের লোকজন তাদের বাড়িতে নিয়ে আসে। এ বিষয়ে আক্কেলপুর রেল ষ্টেশন মাষ্টার খাতিজা বেগমের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
