আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুরে ফেন্সিডিলসহ দুই নারী মাদককারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার তিলকপুরে গিলাকুড়ি এলাকায় করোনা কালীন সময়ে চলমান লকডাউন বাস্তবায়ন করার লক্ষ্যে থানা পুলিশ টহল দিচ্ছিল। এসময় এসআই নেওয়াজ এবং এএসআই শফিকুল ইসলামের একটি সিএনজির গতিবিধি সন্দেহ হলে সেটি চেকিং করে একটি কাপড়ের ব্যাগের মধ্যে রাখা ৪৫ বোতল ফেন্সিডিলসহ দুই নারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে পাবনা সদর উপজেলার চক তারাপুর গ্রামের সাথী আকতার (৪০) এবং রাজশাহী জেলার রাজপাড়া গ্রামের আঙ্গুয়ারা বেগম (৫০)। আক্কেলপুর থানার নবাগত ওসি সাইদুর রহমান বলেন, ফেন্সিডিলসহ দুই নারীকে গ্রেফতার করা হয়। তাদের কাছে ৪৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।
