আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুরে মোটরসাইকেলের ধাক্কায় খোকা সরকার (৭০) নামে এক কৃষক নিহত হয়েছে।
গত সোমবার বিকাল ৫টায় আক্কেলপুর-বগুড়া সড়কের মকিমপুর ঈদগাঁ মাঠ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত কৃষক পৌর সদরের মকিমপুর গ্রামের মৃত বইকণ্ঠনাথ সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত কৃষক মাঠের কাজ শেষে বাড়ি ফেরার সময় রাস্তা পার হচ্ছিলেন এসময় বগুড়া থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকলে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে গুরুত্বর আহত হলে দ্রুত আশে পাশে থাকা লোকজন দ্রুত আক্কেলপুর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আক্কেলপুর থানার ওসি আব্দুল লতিফ খাঁন বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।