চট্টগ্রামের আনোয়ারায় রাবারড্যামে অবৈধভাবে বালু সংরক্ষণ ও উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ নেতৃত্বে উপজেলার বরুমচড়া রাবারড্যাম এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বালু সংরক্ষণ ও উত্তোলনের দায়ে মোহাম্মদ আবছার নামে এক বালু মহালকে ১ লাখ টাকা জরিমানা করেন।
পাশাপাশি ভবিষ্যতে রাবারড্যাম সংলগ্ন এলাকায় বালু সংরক্ষণ ও বিক্রয় করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও সংরক্ষণের দায়ে এক বালু মহালকে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ ধরনের অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।