চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজহারভুক্ত আসামি ও স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মো. আব্দুল করিমকে (৩০) আটক করেছে পুলিশ।
আজ রবিবার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আব্দুল করিম উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকার মৃত আব্দুল কাশেম ওরফে আবুলের ছেলে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “বিএনপির মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত ৫৬ নং আসামি আব্দুল করিমকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।