চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ৪ রোহিঙ্গাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। সোমবার রাত ৮ টার দিকে উপজেলার টানেল মোড়ের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-১২ এর আবদুল্লাহ শেখ (৩০), নুর হাবা (২৮), আনোয়ারা বেগম (৪০), রমজান বিবি (২২)।বিষয়টি
নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ৪ রোহিঙ্গাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়।