বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করেছেন সদ্য প্রয়াত অভিনেতা আবদুল কাদের ও অভিনেতা আফজাল শরীফ। হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনার দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠানে তারা দুজনে মামা-ভাগ্নে চরিত্রে দিনের পর দিন দর্শককে হাসিয়েছেন, নানাভাবে সচেতন করেছেন।
সেই মামা-ভাগ্নের জনপ্রিয় জুটির মামা আবদুল কাদের চলে গেলেন আজ না ফেরার দেশে। তার এই মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে ভাগ্নে আফজাল শরীফের।
খানিক নিরবতার পর আফজাল শরীফ আরও বলেন, ‘লাস্ট পর্ব, ইত্যাদির। আমার সংলাপ ছিলো, ‘আমি না জেনেবুঝে খারাপ করেই যাই। আর তুমি আমারে বাঁচায়া দাও মামা।’
তার সংলাপ ছিলো, ‘ভাইগ্না, আমি বারবার বাঁচাই সত্য, কিন্তু কতদিন এভাবে বাঁচাতে পারবো?’ দুজনের এই সংলাপগুলো আজ বারবার মনে পড়ছে। চলে যাওয়াটা একটু তাড়াতাড়িই হয়ে গেল।’
সবার কাছে আবদুল কাদেরের জন্য দোয়া চেয়েছেন জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের।