বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বেনাপোল পোর্ট থানা পুলিশ কর্তৃক গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১৪ জন আটক বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষী মোতায়েন প্রয়োজন : স্বরাষ্ট্র উপদেষ্টা গণহারে গ্রেপ্তার করা যাবে না : আইজিপি আত্রাইয়ে গ্রাম পুলিশের সাথে মতবিনিময় পাইকগাছায় সকল দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে চূড়ান্ত রায় ১৭ ডিসেম্বর গাজায় গণহত্যার জন্য ইসরাইল দায়ী : অ্যামনেস্টি প্রথম টি-টোয়েন্টি, টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ভারতীয় শাড়ি রাস্তায় ফেলে আগুনে পোড়ালেন রিজভী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা বিকালে বঙ্গভবনে যাচ্ছেন ২৩ বিচারপতি ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ বিকালে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি, পণ্যের দাম যাচ্ছে নাগালের বাইরে ভারতের সঙ্গে গত ১৫ বছরের সব চুক্তি বাতিল করা উচিত : আসিফ নজরুল ৩ সপ্তাহের জন্য কারামুক্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন ষড়যন্ত্র মোকাবেলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি : প্রধান উপদেষ্টা অনাস্থা ভোটে হেরে গেলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এবারের নির্বাচন যেকোন সময়ের তুলনায় অনেক কঠিন হবে : তারেক রহমান পদত্যাগে বাধ্য হলেন ইন্টেলের সিইও গেলসিঞ্জার পোশাক শিল্পের বিদ্যমান সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বস্ত্র উপদেষ্টার আহ্বান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা শুক্রবার অটোরিকশা উল্টে পুলিশ সদস্য নিহত যুব মহিলা লীগের নেত্রী যুথী গ্রেফতার তেতুলিয়ায় তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে অভিনব কৌশলে গাঁজা পাচার, আটক ১ আদালতের বিচার কার্যক্রম মোবাইলে ধারণ করতে গিয়ে আটক ইয়ামাল ফিরতেই ফের দুর্দান্ত ছন্দে বার্সা ভারতীয় দূতাবাসের সামনে নিরাপত্তা জোরদার ডেঙ্গুতে ভর্তি রোগী ছাড়িয়েছে ৯৪ হাজার

আবু সাঈদ ও মুগ্ধকে নিয়ে জাবি শিক্ষকের বিতর্কিত পোস্ট

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১২:৩২ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক নাসরিন সুলতানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদ ও মুগ্ধকে একটি বিতর্কিত পোস্ট দিয়েছেন। ওই পোস্টে আবু সাঈদকে ‘জামায়াতের লোক’ এবং মীর মাহফুজুর রহমান মুগ্ধ ফ্রান্সে আছে দাবি করেন তিনি।পরে তোপের মুখে ওই পোস্ট ডিলিট করে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

শনিবার (২৩ নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে নাসরিন সুলতানা লেখেন, ‘কিছুদিন আগে একজন মেসেজ দিয়ে বললো, সবাই আবু সাঈদের কবরে যায়, কিন্তু মুগ্ধর কবরে যায় না কেন? আমি বললাম, কারণ, আবু সাঈদ জামায়াতের লোক ছিল, তাদের লোক ছিল। এরপর সে আমার উত্তরে হা হা রিয়েকশন দিলো। হা হা রিয়েকশনের অর্থ তখন বুঝিনি। কাল একজন বললো, মুগ্ধর কবরের নাকি হদিস পাওয়া যায়নি। মুগ্ধর পরিবার নাকি কোনও মামলাও করেনি। মুগ্ধর ভাই নাকি বিদেশে ঘুরেফিরে ছবি আপলোড করে বেড়াচ্ছে।’

তিনি আরও লেখেন, ‘শুনলাম মুগ্ধ নাকি ফ্রান্সে। নিজের কানকে তো বিশ্বাস করতে পারছি না।’

এই পোস্টের পর শিক্ষার্থীদের তোপের মুখে তা ডিলিট করেন ওই শিক্ষক।

এরপর আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘আমার আগের স্ট্যাটাস অনেকের মনে কনফিউশন তৈরি করেছে বলে ডিলিট করা হলো। আমি শুধু লোকজন আমাকে কী বলেছে, সেটা বলেছি। আমি নিজের কোনও মতামত দেইনি। কারও মনে আঘাত দিয়ে থাকলে আমি দুঃখিত।’

শিক্ষকের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে তার প্রতি ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাকে চাকরি থেকে বরখাস্তের দাবি জানিয়েছেন।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিফাত বলেন, ‘অবিলম্বে এই আওয়ামী দোসরকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। জানা গেছে, তিনি দেশের বাইরে রয়েছেন। তিনি কানাডার সাসকাচোয়ান প্রদেশে যাচ্ছেন বলে মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন।

প্রসঙ্গত, নাসরিন সুলতানা ২০১১ সালে দর্শন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর