বিনোদন ডেস্ক: আবার হ্যাশ ট্যাগ মি টু। আবারো আলোচনায় বলিউড। তবে নতুন কোনো ঘটনা নয়। আলোচনা পুরানো অভিযোগকে ঘিরেই। মডেল অভিনেত্রী পায়েল ঘোষকে যৌন হেনস্থা করার অভিযোগ নিয়ে মুম্বাই পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হলো গ্যাংস অব ওয়াসিপুর খ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপকে। হ্যাশ ট্যাগ মি টু’র দ্বিতীয় ঢেউয়ের শুরু সেপ্টেম্বরের মাঝামাঝি। এসময় এক টুইটে মডেল অভিনেত্রী পায়েল ঘোষ অভিযোগ আনেন অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে।
বিষয়টি দেখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করে দেন তিনি। অভিযোগ নাকচ করে উল্টো প্রতিবাদ জানান অনুরাগ কাশ্যপ। বলিউড তারকারও দুই দলে ভাগ হয়ে নেন দুজনের পক্ষ। পায়েলের ঘোষের সেই অভিযোগের ব্যাখা দিতে বোম্বে পুলিশের মুখোমুখি হন গ্যাংস অব ওয়াসিপুর খ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপ। বৃহস্পতিবার ভারসোভা থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পায়েল ঘোষ অভিযোগ করে পাত্তা না পেয়ে শেষ দেখা দেখবেন জিদ করে দেখা করেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে। গ্রেফতার করা না হলে আমরণ অনশনে বসার হুমকিও দেন।
এর আগে পায়েল একটি ভিডিওতে দাবি করেন, তার সঙ্গে এমন ঘটনা ঘটে ২০১৪ বা ২০১৫ সালে। একটি আলাদা ঘরে নিয়ে তার সঙ্গে অসভ্য আচরণের চেষ্টা করেন অনুরাগ। ২০১৮ সালে যখন হ্যাশট্যাগ মি টু আন্দোলন সাড়া বিশ্বে আলোড়ন তৈরি করেছিল তখনো তিনি একটি টুইট করেছিলেন। কিন্তু চাপের মুখে দ্রুত টুইটটি সরিয়ে নিতে বাধ্য হন পায়েল।