রাজধানীর মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বর স্টেশন চালু হয়েছে। মেট্রো রেলের ষষ্ঠ ও সপ্তম স্টেশন হিসেবে এটি চালু হলো। আজ বুধবার (১৫ মার্চ) সকাল থেকে এই দুই স্টেশনের কার্যক্রম শুরু হয়।
নতুন চালু হওয়া এ দুই স্টেশন মিলে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রো রেলের মোট ৭টি স্টেশন চালু হয়েছে। এই পথের আরো দুটি স্টেশন চলতি মাসের শেষ সপ্তাহে চালু হবে বলে জানা গেছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, চলতি বছরের জুলাই মাস থেকে মেট্রো রেলের চলাচল শুরু হবে। তখন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে ট্রেন চলবে।
গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রথমে উত্তরা থেকে আগারগাঁওয়ের মধ্যে ট্রেন চলাচল শুরু হয়।