আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদে এক প্রতিবন্ধী তরুনী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। রোববার দুপুর ১২টার দিকে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, ফকরাবাদ গ্রামের বলাই সরকারের মেয়ে প্রতিবন্ধী বিথীকা সরকার (১৭) তার বাবাকে র্টাস(স্মাট) মোবাইল ফোন কিনে দিতে বলে। বাবা বলাই সরকারের সামর্থ না থাকায় মেয়ের আবদার রক্ষা করতে পারিনি। এতে সে অভিমান করে ঘরে খাটে টুলের উপরে দাঁড়িয়ে খেজুরের কাঠের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে। আশাশুনি থানার কর্মকর্তা ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই জাহাঙ্গীর সেলিমকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। র্টাস মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে প্রতিবন্ধী মেয়েটি আত্মহত্যা করেছে। সুরহতল রিপোর্ট শেষে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাকে সৎকারের ব্যবস্থা করতে বলা হয়েছে।

আজ থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু
ঢাকা প্রতিদিন আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনার পর আজ বুধবার থেকে বৃহত্তম পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। লাখ লাখ