আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার জাতীয় কাউন্সিলের অনুমোদন বিহীন বেসামরিক গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের গেজেট নিয়মিতকরণের লক্ষ্যে যাচাই-বাছাই শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কার্যক্রম শুরু হয়।
শনিবার প্রথম দিন উপজেলার বড়দল, শোভনালী, বুধহাটা, কুল্যা ও শ্রীউলা ইউনিয়নের ৫২ জন মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাই করা হয়। কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুর করিম, সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, সদস্য বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন জেয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর ও সহকারি কমিশনার (ভূমি) শাহীন সুলতানা যাচাই বাছাই করেন। ৭ ফেব্রুয়ারি খাজরা ও আশাশুনি সদরের ৫০ জন মুক্তিযোদ্ধার এবং ৮ ফেব্রুয়ারি দরগাহপুর, কাদাকাটি, আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়নের ৩৪ জন মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাই করা হবে।
দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।