আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দলে মাদ্রাসা ছাত্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ফকরাবাদ কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা উপস্থিত থেকে ৩০ জন ছাত্রকে একটি করে কম্বল দেন। এসময় তিনি মাদরাসার খোঁজ নেন এবং ছাত্রদের সঙ্গে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন- পিআইও সোহাগ খান, মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন বিশ্বাস, আব্দুস সাত্তার সরদার, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ডা. ইসহাক আলী, মুহতামিম হাফেজ মাওলানা মুফতি মফিজুল ইসলাম প্রমুখ।