আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী আজাহার শাওন (২৩) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত আজাহার শাওন সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। সে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) এর বিবিএ ডিপার্টমেন্ট এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। সে রাজধানীর উত্তরায় পরিবারের সঙ্গে থাকতো বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর বন্ধু সঞ্জয় জানান, আজাহার শাউন আশুলিয়ার একটি কারখানায় চলতি মাসের ১ তারিখে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেছিলেন। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় কাজ শেষে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে রাজধানীর উত্তরায় বাসায় মোটরসাইকলে যোগে ফিরছিলেন আজাহার শাওন। এসময় আশুলিয়ায় ব্রিজের কাছে পৌঁছলে এ কার্ভাড ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছিল। শাওনের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া কার্ভাড ভ্যানটি চিহ্নিত করার চেষ্টা চলছে।
