আশুলিয়া প্রতিনিধি:
ঢাকার সাভারে অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় মাদক মজুদ রয়েছে এমন গোপন সংবাদে অভিযান পরিচালনা করে র্যাব। এসময় ২৭ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয় এক মাদক ব্যবসায়ীকে। এসময় মাদক বিক্রির নগদ ৪৫ হাজার ১১৭ টাকা জব্দ করা হয়। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৪। গ্রেফতারকৃত ছাবেদ আলী ওরফে ফারক টাঙ্গাইল জেলার বাসিন্দা। র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আঁড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ ও মজুদ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ডিলারদের কাছে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
