কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদকের রোগ মুক্তি কামনা
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:
জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু ও সাধারণ সম্পাদক কে.এম আজম খসরুর রোগ মুক্তি কামনায় আশুলিয়ায় থানা শ্রমিক লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় আশুলিয়ার পলাশবাড়ী মমতাজ উদ্দিন হাসপাতালের পাশে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক হাসানুর রহমান রাসেল এর আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেলিম কবির, জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আকবর হোসেন মৃধা ও শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান।
আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সহ-সভাপতি মোঃ সারোয়ার হোসেন ও সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া থানা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলীসহ অন্যান্য নেতাকর্মীরা। এসময় জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু ও সাধারণ সম্পাদক কে.এম আজম খসরু’র রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

সাবেক এমপি নূর আফরোজের ৭ বছরের কারাদণ্ড
ঢাকা প্রতিদিন অনলাইন || দুর্নীতির মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) নূর আফরোজ বেগম জ্যোতিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।