আশুলিয়া প্রতিনিধি
আশুলিয়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খানকে লক্ষ্য করে তার বাড়িতে গুলি করেছে সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত শনিবার রাতে আশুলিয়ার বাইপাইলের বসুন্ধরা এলাকায় চেয়ারম্যানের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
ভাইস চেয়ারম্যান ও স্থানীয় সূত্র জানা যায়, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান আশুলিয়ার বাইপাইল এলাকায় পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করে কক্ষ ভাড়া দিয়ে আসছেন। গত কয়েকদিন যাবৎ একই এলাকার কিছু লোকজন তার বাড়ি দখলের পাঁয়তারা করে আসছে। এরই সূত্র ধরে গত শনিবার সন্ধ্যায় কিছু লোকজন চেয়ারম্যানের বাড়িতে প্রবেশ করে ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখিয়ে চলে যেতে বলে। সংবাদ পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ঘটনাস্থলে গেলে তারা চলে যায়। এসময় উপজেলা চেয়ারম্যান বাড়ির সামনে দাঁড়িয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলতে শুরু করলে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান বলেন, কিছু দিন যাবৎ এলাকার কিছু লোকজন আমার বাড়ি দখলের পাঁয়তারা করে আসছে। আমি নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম। এসময় আমাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, গুলি ছোড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
