নিজস্ব প্রতিবেদক: দেশে বাড়ছে শীতের তাপমাত্রা সেই সাথে বাড়তে শুরু করেছে কুয়াশাও।
মাঝারি শৈত্যপ্রবাহের কারণে দেশের সব এলাকার নৌযানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই সতর্কতা দেওয়া হয়েছে।
তবে এসব নৌযানকে কোনো সংকেত দেখাতে হবে না।
এদিকে, আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,
আগামী তিনদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।