নিজস্ব প্রতিবেদক:
তাজরীন গার্মেন্টে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সুচিকিৎসা, ক্ষতিপূরণ ও পূনর্বাসনের দাবি জানিয়েছেন শ্রমিকরা। শুক্রবার (২রা অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে এই দাবি জানান তারা।
তাদের অভিযোগ, আট বছর আগে ওই দুর্ঘটনায় আহতদের বিজিএমইএ’সহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেয়া হলেও ক্ষতিপূরণ পাননি তারা। পঙ্গুত্ব নিয়ে ও কাজ হারিয়ে অনেকেই আজ মানবেতর জীবনযাপন করছেন।
২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ায় তাজরীন ফ্যাশন্স গার্মেন্টে আগুন লাগে। এতে ১১৩ জন শ্রমিকের মৃত্যু হয়, আহত হন দুই শতাধিক শ্রমিক।