নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজারের ইউনিটি আইডিয়াল স্কুলের উদ্যোগে বার্ষিক ‘ইউনিটি বাতায়ন’-এর মোড়ক উন্মোচন ও শীতকালীন পিঠা উৎসব পালন করা হয়।
শনিবার স্কুলটির প্রাঙ্গণে বার্ষিক প্রকাশ উন্মোচন ও পিঠা উৎসব উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর মোক্তার সর্দার।
অনুষ্ঠানে গভর্নিং বডির সভাপতি কামরুন নেছা, সহসভাপতি জাকিয়া সুলতানা, সদস্য সচিব লায়লা নূর, শিক্ষক প্রতিনিধি ফেমিলী আক্তার, সদস্য কায়নাত বিনতে মাসুক, পারভিন আক্তার মুন্নি, ইউনুছ আলী আলাল, শিক্ষকগণ, অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানটি অনাড়ম্বরভাবে পালন করা হয়।