শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোরবানির ঈদের জন্য ১২০০ কেজি ওজনের গরু নিয়ে প্রস্তুত বেলকুচির জহুরুল ইসলাম শাহজাদপুরে বৃষ্টির জন্য ইস্তেস্কার নামাজ আদায় তাপদাহে ঝরে যাচ্ছে লিচুর গুটি, দিশেহারা চাষিরা ত্রিশালে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত রাণীনগরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে আইসক্রিম কারখানার মালিককে জরিমানা বড়াইগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু, আহত ১ নন্দীগ্রামে মাটিখেঁকো ধরতে মাঠে নামলেন ইউএনও, জরিমানা নান্দাইলে পরিকল্পনামন্ত্রীর গনশোনানি চিরিরবন্দরে নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতামূলক কর্মসূচি সালথায় প্রচণ্ড খরতাপে পাটের ক্ষতির আশঙ্কা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার প্রতিরক্ষা স্থায়ী কমিটির বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর বাণিজ্যিকভাবে বারোমাসি কাঁঠাল চাষে লাখপতি সবুজ তীব্র তাপপ্রবাহে বৃষ্টি কামনায় সালথায় মাঠের মধ্যে বিশেষ নামাজ আদায় বে টার্মিনাল পুরোটা বিদেশি বিনিয়োগেই হবে: বন্দর চেয়ারম্যান নান্দাইলে পরিকল্পনামন্ত্রীর উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে উন্নয়ন ও প্রশাসনিক সংক্রান্ত পর্যালোচনা সভা বিপাকে নিম্ন আয়ের মানুষ তীব্র গরমে হাঁসফাঁস পাইকগাছার জনজীবন দু‌দিনে সোনার দাম ভ‌রিতে কমলো ৫২৩৮ টাকা বাংলাদেশে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর আগামীতে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা হবে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট : ধর্মমন্ত্রী কর্মহীন প্রবাসীদের পাশে মানবতার হাত নিয়ে সৌদি আরব প্রবাসী আলী হোসেন থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ঘাটাইলে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা,বিয়ের নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা নারী বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল এমপি কন্যার জন্মদিন উপলক্ষে পাইকগাছায় তাপদাহে অতিষ্ঠ পথচারীদের মাঝে শরবত ও পানি বিতরণ বড়াইগ্রামে হিট স্ট্রোকে জমিতেই কৃষকের মৃত্যু চিরিরবন্দরে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে নির্বাচনী মাঠে ব্যস্ত সময় পার করছেন – সুমন দাস সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ডেমরায় দুই ব্যাক্তি গণধোলাইয়ের শিকার

ইনফোবিপের সঙ্গে লংকাবাংলার চুক্তি

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ৬:৪৮ পূর্বাহ্ন

কাস্টমার কমিউনিকেশন সিস্টেমে গ্রাহকদের ভাইবার, ইমেইল ও এসএমএস সেবা প্রদানের লক্ষ্যে গ্লোবাল ক্লাউড কমিউনিকেশন্স প্লাটফর্ম ইনফোবিপের সঙ্গে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড একটি চুক্তি স্বাক্ষর করেছে। ইনফোবিপের সিপিএএএস (ঈচধধঝ) সল্যুশনের সহায়তায় লংকাবাংলা ফাইন্যান্স গ্রাহকদের দ্রুততর, নিরাপদ এবং পার্সোনালাইজড কাস্টমার এক্সপেরিয়েন্স প্রদানে সক্ষম হবে। ভাইবারের ইন্টারেক্টিভ মিডিয়া ম্যাসেজিংয়ের পাশাপাশি ইনফোবিপের ইমেইল সল্যুশন তাৎপর্যপূর্ণ প্রচারণা এবং লেনদেন সংক্রান্ত যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এসএমএস নোটিফিকেশনের মাধ্যমে উন্নত সংযোগ নিশ্চিত করে, লংকাবাংলার কাস্টমার কমিউনিকেশন সিস্টেম শক্তিশালী ও নিরবচ্ছিন্ন করার পাশাপাশি যেকোনো সময় ও স্থানে গ্রাহকদের কাছে পৌঁছাতে সক্ষম হবে। ফলশ্রুতিতে, গ্রাহকরা নিজেদের সুবিধা অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে প্রত্যাশিত সেবা গ্রহণ করতে পারবে।
লংকাবাংলা ফাইন্যান্সের রিটেইল বিভাগের প্রধান খোরশেদ আলম এবং ইনফোবিপ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাহাদ হোসেনের উপস্থিতিতে লংকাবাংলা ফাইন্যান্সের প্রধান অফিসে দুই পক্ষের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে ইনফোবিপ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাহাদ হোসেন বলেন, আমাদের লক্ষ্য লংকাবাংলার জন্য সর্বোচ্চ গুণগত সেবা প্রদানের মাধ্যমে উন্নত কাস্টমার এক্সপেরিয়েন্স নিশ্চিত করা। ভাইবার, ইমেইল ও এসএমএসের মাধ্যমে লংকাবাংলা ফাইন্যান্সের গ্রাহকদের জন্য সহজ ও সুবিধাজনক সেবার দ্বার উন্মোচন করতে পারবো।
লংকাবাংলার রিটেইল ডিভিশনের প্রধান খোরশেদ আলম বলেন, ইনফোবিপের সেবা ও লংকাবাংলার এই ফিউশন আমাদের ডিজিটাল ট্রান্সফরমেশনকে গতিশীল করার পাশাপাশি পণ্য ও সেবাগুলোকে আরও সমৃদ্ধশালী করে তুলবে। আমরা বিশ্বাস করি, উন্নত সংযোগ এবং দ্রুততর, পার্সোনালাইজড ও এনগেজিং কাস্টমার কমিউনিকেশন সিস্টেম আমাদের সেবায় গ্রাহকদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে।
উল্লেখ্য, গত কয়েক বছরে, গ্রাহক কেন্দ্রিক অমনি-চ্যানেল সেবার বেড়ে চলা চাহিদার কারণে আর্থিক সেবা খাতটি দ্রুত গতিতে বিকশিত হচ্ছে। অন্য যেকোনো সময়ের তুলনায় আর্থিক প্রতিষ্ঠানের সাথে লেনদেন করার জন্য এখন গ্রাহকদের হাতে অনেক বেশি বিকল্প রয়েছে। অপরদিকে, ‘ডিজিটাল ফার্স্ট’ নীতিতে আর্থিক প্রতিষ্ঠানগুলো সামগ্রিক কাস্টমার এক্সপেরিয়েন্স উন্নয়নের মাধ্যমে অনলাইন ও অফলাইনের মধ্যকার দূরত্ব কমিয়ে আনছে। আজ একজন গ্রাহক মোবাইল অ্যাপ ব্যবহার করে অথবা সশরীরে ব্রাঞ্চে গিয়ে, যেভাবেই সেবা গ্রহণ করুক না কেন, যেকোনো মাধ্যমে আর্থিক সেবার প্রসারে, পার্সোনালাইজড কাস্টমার সার্ভিসের কোনো বিকল্প নেই।  -প্রেস বিজ্ঞপ্তি


এই বিভাগের আরো খবর