ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা তার ব্যক্তিগত তহবিল ও মহিলা বিষয়ক অধিদপ্তরসহ যৌথ অর্থায়নে ইসলামপুরের হতদরিদ্রদের মধ্যে ২১টি সেলাই মেশিন বিতরণ করেছেন। সোমবার দুপুরে ইসলামপুর পোদ্দার পাড়ার নিজ বাসভবনে এসব সেলাই মেশিন বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর শরিফ হাসান লেনিন, শহর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিনহারসহ আরও অনেকেই। সেলাই মেশিন বিতরণকালে এমপি বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়া। এজন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আমরা যদি বিভিন্ন এলাকায় হতদরিদ্র নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারি তাহলে দেশ আরো এগিয়ে যাবে। সেজন্য তাদের সেলাই মেশিনসহ বিভিন্ন সহযোগিতা দিয়ে প্রশিক্ষণ দিতে হবে।
