ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি আবুল খায়ের পৌর মেয়র প্রার্থী হিসেবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। রোববার দুপুরে থানা রোডে নিজ বাস ভবনে মতবিনিময় সভায় তিনি নিজেকে আগামী পৌর নির্বাচনে মেয়র প্রার্থীতা ঘোষণা করেন। এসময় আবুল খায়ের বলেন, দেশের উন্নয়নের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। আমি নৌকার মনোনয়ন প্রত্যাশী। আগামী নির্বাচনে আমাকে যদি মাননীয় প্রধানমন্ত্রী নৌকা দেন আর নির্বাচনে বিজয়ী হতে পারি তাহলে পৌরসভায় কোন চাঁদাবাজি হতে দেবনা। প্রথম শ্রেনীর পৌরসভার নাগরিকদের যেসকল সুযোগ সুবিধা প্রাপ্য তা পূরণ করতে চেষ্টা করবো। এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক জয়নাল আবেদীন, বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক হারিছ উদ্দিন আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক আবুল মুনসুর, যুবলীগ সাধারণ সম্পাক জুনায়েদুল ইসলাম ভূঞা সুমন, যুবলীগ সদস্য মোশারফ হোসেন মাস্টার প্রমুখ।
