ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাউলেরচর দাখিল মাদ্রাসার কমিটি গোপনে গঠনচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মাদ্রাসা চত্ত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কামরুল ইসলাম।
জানা গেছে, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ছাইদুল ইসলাম মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারি সাবেক কমিটি কিংবা এলাকার কাউকে না জানিয়ে একাডেমিক সুপারভাইজারের মাধ্যমে গত ২৩ জানুয়ারি মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুমোদনের জন্য প্রেরণ করেন। বিষয়টি জানতে পেরে এলাকায় ক্ষোভের সঞ্চার হয়। এর প্রতিকার চেয়ে এলাকাবাসী গত ২ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাইজবাগ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর, ইউনিয়ন যুবলীগ সভাপতি সরজুল হক ভূঞা, মেজবাহ উদ্দির কাঞ্চন মাস্টার, ইউপি সদস্য আনোয়ার কাদির মানিক ও জেলা নির্মাণ শ্রমিক লীগ সভাপতি বাচ্চু মিয়া ।এ ব্যাপারে জানতে চাইলে রাউলেরচর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. ছাইদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
একাডিমিক সুপারভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন কমিটি গঠনে এলাকায় প্রচারণার দায়িত্ব মাদ্রাসা সুপারের। এলাকার সর্বসম্মতির বিষয়টি জানালে প্রস্তাবিত কমিটি বোর্ডে পাঠানো হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, বিধি মোতাবেক কমিটি জমা দেওয়ার কথা। এক্ষেত্রে অন্যথা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।