সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি, চলমান সরকার বিরোধী গনতান্ত্রিক আন্দোলন জোরদার করা এবং প্রহসনের উপজেলা নির্বাচন বর্জন কার্যক্রম বেগবান করার লক্ষ্যে পটুয়াখালীর দশমিনায় বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা বিএনপ’র অস্থায়ী কার্যালয় এ বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আবদুল আলিম তালুকদার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহ্ আলম শানুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবদুর রশিদ চুন্নু মিয়া।
বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব বাবু স্নেহাংশু সরকার কুট্রি, জেলা বিএনপির সদস্য এ্যাড. মজিবুর রহমান টোটন, সদস্য জেলা বিএনপির মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য কাজী শাহাদাৎ হোসেন সহ জেলা ও উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।