খেলাধুলা ডেস্ক: করোনা কাণ্ডে এ বছরকে মনে রাখতে চাইবে না কেউই। তবে হাসি মুখেই বছর শেষ করতে পেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে দুটি ভিন্ন ম্যাচে তারা হারিয়েছে উলভস ও ব্রাইটনকে।
ম্যানইউ-আর্সেনালের জয়ের মধ্যেও ব্যাপক মিল। দুই দলই জেতে ১-০ গোলে। মঙ্গলবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড-উলভস।
এই জয়ের মধ্যে দিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে ম্যানইউ। সমান ম্যাচ খেলে দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে চ্যাম্পিয়ন লিভারপুল।
এদিকে ইপিএলে সুবিধাজনক অবস্থানে না থাকলেও বছরের শেষ ম্যাচে ব্রাইটনের বিপক্ষে জয় পেয়েছে আর্সেনাল। আলেকজান্দ্রে লাকাজেটের গোলে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা। ম্যাচের ৬৬ মিনিটের সময় বুকায়ো সাকার সহায়তায় বদলি হিসেবে নেমেই ব্রাইটনের জালে বল জড়ান লাকাজেটে।