কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দৃষ্টি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গত রোববার দুপুরে উপজেলার বুড়াবুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে র্যাব-১৩ রংপুরের পক্ষ থেকে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কুড়িগ্রাম দৃষ্টি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রঞ্জু সরকার আক্কাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন র্যাব-১৩ রংপুরের ডিএডি মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বুড়াবুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, মরিয়ম চক্ষু হাসপাতালের ইনক্লুশন কর্মকর্তা অরবিন্দু রায়, কুড়িগ্রাম দৃষ্টি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মজনু মিয়া, উলিপুর প্রতিবন্ধী সমাজ উন্নয়ন সংস্থার ফিল্ড কর্মকর্তা মিজানুর রহমান। অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের পক্ষ থেকে দাতা সংস্থা ইউকে এইড-এর অর্থায়নে প্রতিবন্ধীদের মধ্যে চশমা বিতরণ করা হয়। এসময় ২শ জনকে সোয়েটার দেওয়া হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জার্নালিস্ট ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, দৈনিক সবুজ নিশান পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তফা কামাল, ৭১ বাংলা টেলিভিশনের ক্যামেরা পারর্সন শহিদুল ইসলাম, দৃষ্টির অন্তরালে পত্রিকার স্টাফ রিপোর্টার মাইনুল ইসলাম, কুড়িগ্রাম দৃষ্টি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আব্দুর রাজ্জাক, আমিনুর, মাবুদ, গীতা, অঞ্জলী প্রমুখ।
