অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, চলতি বছরের এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া বিষয়সমূহের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে।
তিনি বলেন, ‘পরীক্ষার বিষয়ে আন্ত:শিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যে সিদ্ধান্ত দিয়েছেন সেটি বহাল রয়েছে।’
আজ বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে মঙ্গলবার স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়।