সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপুরে ২৬শে মার্চের প্রস্তুতি ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হৃদয়ে নান্দাইলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সালথায দুই গ্রুপের সংঘর্ষ, বাড়িঘর ভাংচুরের অভিযোগ কাপ্তাইয়ে ফ্রেন্ডশিপ হস্তশিল্প প্রদর্শনীয় ও বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন নবীনগর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল সিরাজগঞ্জে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বেতন নির্ধারণের দাবীতে সমাবেশ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান এমআরটি পুলিশের ২ সদস্য বরখাস্ত, তদন্ত কমিটি গঠন ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস এপ্রিলে পুলিশ সপ্তাহ, গুরুত্ব পাবে নাগরিক মত ওআইসিভুক্ত ১৯ দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ইসি সিআইডি প্রধান হলেন গাজী জসীম উদ্দিন ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট, প্রথম ৩০ মিনিটে হিট দেড় কোটি, বিক্রি প্রায় ৩১ হাজার টিকিট ১২৭ পুলিশ কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা অপেক্ষার প্রহর শেষ, দেশে পৌঁছালেন হামজা চৌধুরী রাজধানীতে আ’লীগের ঝটিকা মিছিল রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ অসাধারণ উদারতা দেখিয়েছে : গুতেরেস চীনের সৌর প্যানেল জায়ান্ট ‘লংগি’ বাংলাদেশে বিনিয়োগ করবে : চীনা রাষ্ট্রদূত ইরানে ‘রক্তবৃষ্টি’, রক্তবর্ণে রঞ্জিত সমুদ্র এপ্রিলে আসছে জুলাই গণঅভ্যুত্থান শক্তির নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গুগলের বিশেষ এআই মডেলে উন্মোচন, রোবটিক্স খাতে নতুন দিগন্ত ঈদের আগে সোনার দাম বাড়ানোর ঘোষণা বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ যশোরে চার বছরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণের চেষ্টা শিবচরে ডাকাত সন্দেহে ৪ জনকে গণপিটুনি আছিয়া ধর্ষন মামলা, স্বীকারোক্তি দিয়েছেন হিটু শেখ ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী অবরুদ্ধ, উদ্ধার করল সেনাবাহিনী খাগড়াছড়িতে নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন দেশের পথে ফুটবলার হামজা চৌধুরী দেড় ঘণ্টা পর মেট্রোরেলে টিকিট ব্যবস্থা চালু রমজানে খাদ্যনালির প্রদাহ হচ্ছে, খাদ্যতালিকায় যেসব রাখবেন

একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার

ফরিদুল ইসলাম, জামালপুর
বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৪:৩৮ অপরাহ্ন

সংসারের একমাত্র উপার্জনক্ষম একমাত্র ছেলে সুমন হাসানকে হারিয়ে দিশেহারা পরিবার। নিহত সুমন হাসান ঢাকার সাভারে একটি পোশাক তৈরি কারখানায় কাজ করতেন।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গিয়ে সাভার থানা রোডের সামনে পুলিশের গুলিতে মৃত্যু হয় সুমন হাসানের। এরপর থেকেই পরিবারে নেমে আসে ঘোর অন্ধকার। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন অসুস্থ বাবা।

নিহত সুমন হাসান জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চরপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে। স্থানীয়রা জানান- ছোট থেকেই অনেক দুঃখ কষ্টে বেড়ে উঠেছেন সুমন হাসান। তার বয়স যখন ১০ তখন সুমনের মা মারা যান। এরপর থেকে দাদি আর ফুফুর কাছেই থাকতেন সুমন। এর কিছু দিনের মধ্য দ্বিতীয় বিয়ে করেন বাবা বিল্লাল হোসেন। কিন্তু সৎ মায়ের সংসারে সুখ হয়নি সুমনের। সুমনের বয়স যখন ১২ তখন অসুস্থ হয়ে পড়েন তার বাবা বিল্লাল হোসেন। করানো হয় অপারেশন। এরপর থেকেই আর কোন ভারী কাজ করতে পারেন না তিনি। তাই যে বয়সে স্কুল ও খেলার মাঠে থাকার কথা সেই বয়সের সংসারের হাল ধরেন সুমন।

সংসার চালানোর জন্য জীবিকার তাগিদে চলে আসেন ঢাকার সাভারে। প্রথমে মানুষের বাড়িতে কাজ করে সুমন। এরপর কয়েক বছর আগে চাকুরি নেন একটা গার্মেন্টসে। ভালোই চলে থাকে সুমনের সংসার। কিন্তু গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গিয়ে সাভার থানা রোডের সামনে পুলিশের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমন হাসানের। তার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে অসুস্থ বাবা ও তার পুরো পরিবার। এই ঘটনায় নিহত সুমনের খালু মো. নিপু আলী বাদি হয়ে সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত সুমনের বাবা বিল্লাল হোসেন বলেন- আমার ছেলের পুরো জীবনটাই গেলে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে। যে বয়সে সুমনের খেলাধুলা করার কথা তখন সুমন অন্যের বাড়িতে কাজ করে আমার সংসার চালাতো। আমি অসুস্থ থাকায় কোন কাজ করতে পারতাম না। তাই ছোট বয়সেই সুমন সংসারের দায়িত্ব নেয়।

তিনি আরো বলে, আমার একটাই কষ্ট আমার ছেলে কোনদিন সুখ পেল না। শেষে তার জীবনটাও গেলে পুলিশের গুলিতে কষ্ট পেয়ে। সেখানে আমার সন্তান আমার লাশ কাধ নেয়ার কথা সেখানে আমি আমার সন্তানের লাশ কাধে নিয়ে করব দিয়েছি। এই দুঃখ আমি কোথায় রাখবো। যারা আমার ছেলেকে গুলি করেছে হত্যা করেছে আমি তাদের সর্বোচ্চ শাস্তি চাই।

নিহত সুমনের দাদি হালিমা খাতুন বলেন- সুমনের মা মারা যাওয়ার পর থেকে সুমন আমার কাছেই থাকতো। আমার কবরে আমার নাতিনের (সুমন) মাটি দেয়ার কথা। কিন্তু আমার সামনেই আমার একমাত্র নাতিনকে করব দেয়া হলো। আমার একটা মাত্র ছেলে আর ঘরে সুমনও একমাত্র ছেলে ছিল। এখন আমাদের বংশে আর কোন প্রদীপ থাকলো না। যারা আমার নাতিনকে খুন করছে আমি তাদের বিচাই চাই।

সুমনের ফুফু মর্জিনা বেগম জানান- আমার বাবা আন্দোলনে যাওয়ার আগে বলে গেছিলো দেশ স্বাধীন করে ঘরে ফিরে আসবে, কিন্তু আমার বাবা যে আন্দোলনে গেলো আর তো ফিরে আসলো না। ফিরে আসলো তার লাশ।

তিনি আরো বলেন, সুমনের উপার্জনেই সংসার চলতো। আমার অসুস্থ ভাই বৃদ্ধা মায়ের এখন আর উপার্জনের কেউ নাই। এখন সংসারে তাদের দেখার মত আর কেউ নাই।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি জানান- বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সুমন হাসানের পরিবারকে ইতোমধ্যে আর্থিক ও খাদ্য সহয়তা দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের এমন সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


এই বিভাগের আরো খবর