কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি করে শতকোটি টাকার জমি হাতিয়ে নেওয়ার ঘটনায় করা মামলায় এজাহারনামীয় আরো দুই আসামিসহ ৪জনকে গ্রেফতার করেছে সিআইডি। গত সোমবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে সিআইডি। গ্রেফতারকৃতরা হচ্ছে এজাহারভুক্ত আসামি খয়বার শেখ ও রঙ্গিলা খাতুন এবং তদন্তে নাম আসা হারুন-অর-রশিদ ও হুর আলী। এ পর্যন্ত এই মামলায় আগে ৭ জনসহ ১১ জনকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির এসআই সুজিত কুমার ঘোষ জানান, গত সোমবার বিকেল ৪টায় গ্রেফতারকৃত ৪ জন আদালতে নেওয়া হলে এজাহার নামীয় খয়বার শেখ ও তদন্তে নাম আসা হারুন অর রশিদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দেলোয়ার হোসেনের খাস কামরায় দেওয়া স্বীকারোক্তিতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত বলা যাবে না বলেও জানালেন ওই সিআইডি কর্মকর্তা।
