ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : বিএনপি ক্ষমতায় আসলে নতুন করে পার্বত্য শান্তি চুক্তি করার প্রতিশ্রুতী দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এবারের নির্বাচন যেকোন সময়ের তুলনায় অনেক কঠিন হবে।
ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার চট্টগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দলের নেতাকর্মীদের এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দলের নেতাকর্মী ছাড়াও সমাজের বিভিন্ন পেশার মানুষ তাদের প্রত্যাশার কথাও জানান।
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে পাচার করা টাকা ফিরিয়ে আনবেন। তিনি আরও বলেন, “যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ মাঠে থাকতে পারতো তাহলে নির্বাচন যতটা না কঠিন হতো তারচেয়ে অনেক বেশী কঠিন হবে এবারের নির্বাচন।”
এদিকে, যুক্তরাজ্যে বিএনপির আয়োজনে এক অনুষ্ঠানে দলটির মহাসচিব সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নিয়ে ভারতের কার্যকলাপের তীব্র সমালোচনা করেন।
অন্যদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে পূজা উদযাপন ফ্রন্টের বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে ভারতের ভূমিকার সমালোচনা করেন রুহুল কবির রিজভীও।
দিল্লির দাসত্ব থেকে মুক্ত হতে বাংলাদেশের সব ধরনের মানুষ ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপির এ নেতা।
ঢাকাপ্রতিদিন/এআর