অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ খাবারের দায়ে রাজধানীর উত্তরায় রয়েল লাউন্স বাফেট এন্ড রেস্টুরেন্টর নামের একটি হোটেলকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে একটি অভিযান পরিচালনা করে সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।
এসময় , প্রতিষ্ঠানটিরে রান্নাঘরে মিলে অপরিচ্ছন্ন পরিবেশ, মেয়াদোত্তীর্ণ ও বাসি খাবার । জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান ঢাকা প্রতিাদনকে জানান, আমরা অভিযানে বাসি খাবার ও কেমিক্যাল পেয়েছি এবং এরপর সরেজমিনে সেগুলোকে ধ্বংস করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়ম পেয়েছি। তার পরিপ্রেক্ষিতে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে , রয়েল লাউন্স বাফেট এন্ড রেস্টুরেন্টের ম্যানেজার সাইফুল ইসলাম জানান , মূলত গতকাল আমাদের কর্মীরা অন্যকাজে ব্যস্ত থাকায় সকাল সকাল রান্নাঘর গোছানো, মেয়াদোত্তীর্ণ খাবার নষ্ট করা সম্ভব হয়নি। তবে এরপর থেকে এমন ভুল যেন না হয়, সেদিকে আমরা লক্ষ্য রাখবো