নিজস্ব প্রতিবেদক:
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় আদালতে জবানবন্দি দিয়েছেন ধর্ষণের শিকার গৃহবধু। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মহানগর হাকিম ৩য় আদালতের বিচারক শারমিন খানম নিলার কাছে তিনি সে রাতে কী ঘটেছিলো তার বর্ণনা দেন।
দুপুরে পুলিশ ওই তরুণীকে ওসমানী হাসপাতাল থেকে আদালতে নিয়ে আসে। দুপুর দেড়টার দিকে তিনি আদালতে ওই রাতের ঘটনার ব্যাপারে বিস্তারিত বর্ণনা দেন। আদালত তার জবানববন্দি লিবিবদ্ধ করেন।
প্রসঙ্গত, স্বামীর সাথে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয় এক গৃহবধূ। ক্যাম্পাস রোডে শুক্রবার বিকেলে ঘুরতে যান স্বামী-স্ত্রী দুজন। অভিযোগ, এ সময় ৫-৬ জন তাদের তুলে সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে নিয়ে যায়। এরপর স্বামীকে একটি কক্ষে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে তারা। এ ঘটনায় ভুক্তভোগির স্বামী বাদি হয়ে শাহপরান থানায় মামলা দায়ের করেন। যেখানে আসামি ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, মাহফুজুর রহমান, শাহ মাহবুবুর রহমান মনি, অর্জুন শস্কর, বহিরাগত রবিউল ও তারেক। এছাড়াও অজ্ঞাত আরও তিন জন।