নিজস্ব প্রতিবেদক :
এসএসসি-২০২১ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রাজধানীর মিরপুর ইংলিশ ভার্সন কলেজ। চলমান বৈশি^ক মহামারি করোনার মাঝেও শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ এবং মনোযোগ বাড়াতেই মিরপুর ইংলিশ ভার্সন কলেজের নিজস্ব ক্যাম্পাস প্রাঙ্গনে বৃহস্পতিবার (৬ জানুয়ারি ২০২২) বিকালে বৃহত্তর মিরপুর অঞ্চলের বিভিন্ন স্কুল থেকে এসএসসি উত্তীর্ণ প্রায় তিনশতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ।
স্কুলগণ্ডি পেরিয়ে কলেজ এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের নিবেদিত হওয়ার অনুপ্রেরণা যোগাতেই সংবর্ধনা প্রদানের উদ্যোগ গ্রহণ করে ইকেআর ফাউন্ডেশন পরিচালিত মিরপুর ইংলিশ ভার্সন কলেজ।
এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর ইংলিশ ভার্সন কলেজের অধ্যক্ষ মো. ইয়াহিয়া খান রিজন। প্রাইম ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, পপুলার মডেল স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, মিরপুর ইংলিশ ভার্সন স্কুলের সিনিয়র শিক্ষক মো. মোসাদ্দেকুল হকসহ অন্যান্য শিক্ষকক মন্ডলী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১০ থেকে ২৭ আগস্ট চট্টগ্রাম নগরে বাস-মিনিবাসের জরিপ করবে সিএমপি
ঢাকা প্রতিদিন প্রতিবেদক : চট্টগ্রাম নগরের বিভিন্ন রুটে চলাচল করা বাস-মিনিবাস গুলোর জরিপ করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আগামী ১০