কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলার ইয়োগা খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও ক্রীড়া সাংবাদিকদের মধ্যে ড্রেস বিতরণ করেছে মেঘনা গ্রুপ। শুক্রবার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ইয়োগা অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অনুপ বড়ুয়া অপু।
অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন মেঘনা গ্রুপ এর উর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকাস্থ কক্সবাজার সমিতির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য এম.আর. মাহবুবের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, পৌর কাউন্সিলর শাহেনা আক্তার পাখি, ইয়োগা সংগঠক উজ্জ্বল সেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আলীরেজা তসলিম, ইয়োগা সংগঠক মো. গিয়াস উদ্দিন, ইয়োগা প্রশিক্ষক মোহাম্মদ হোসেন রুবেল প্রমুখ। অনুষ্ঠানে অতিথিকে ইয়োগা অ্যাসোসিয়েশন নেতারা ফুল দিয়ে সংবর্ধিত করেন। অতিথি তার বক্তব্যে জেলার ইয়োগা খেলোয়াড়দের প্রশংসা করে ভবিষ্যতে মেঘনা গ্রুপ থেকে আরও সহযোগিতার আশ্বাস দেন।
