কক্সবাজার প্রতিনিধি
এবার কক্সবাজার জেলায় ২৯৯টি পূজা মণ্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এতে থাকছে ১৪৪টি প্রতিমা ও ১৫৫টি ঘট পূজা। শারদীয় দূর্গা পূজা সফলভাবে উদযাপনের লক্ষ্যে প্রতি বছরের মতো এবারো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য উপস্থাপন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখা নেতারা।
গত সোমবার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অ্যাডভোকেট রনজিত দাশ। হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টি সাধারণ সম্পাদক বাবুল শর্মার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তোফায়েল আহমদ, মমতাজ উদ্দিন বাহারী, শামসুল হক শারেক, জেলা পূজা উদযাপন পরিষদ সহ সভাপতি রতন দাশ, বিপুল সেন, উজ্জল কর, ডা. পরিমল কান্তি, দীপক শর্মা দিপু, বান্টু দাশ, দীপক দাশ, বলরাম দাশ।
