কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়নের ৭শ জেলে পরিবার পেয়েছে মানবিক খাদ্য সহায়তা। ২০২০-২১ অর্থবছরে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ৭শ জেলে পরিবারের ভিজিএফ (চাল) বিতরণ অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কানিজ ফাতেমা আহমেদ এমপি। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল ও ইউপি সদস্য উছাচিং রাখাইনসহ অন্যান্যরা।
উল্লেখ্য, চৌফলদন্ডী ইউনিয়নে ১৭৭৩ জন নিবন্ধিত জেলে রয়েছে। তার মধ্যে ৭০০ জন জেলের জন্য ১৪.০০০ টন চাল বরাদ্দ পাওয়া যায় এবার।

সাবেক এমপি নূর আফরোজের ৭ বছরের কারাদণ্ড
ঢাকা প্রতিদিন অনলাইন || দুর্নীতির মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) নূর আফরোজ বেগম জ্যোতিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।