কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। গতকাল সোমবার তিনি পরিদর্শনে গেলে কারাগারের পক্ষ থেকে স্বাগত জানান নয়া জেল সুপার মো. নেছার আলম। এসময় জেলারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাবন্দিদের স্বাস্থ্য সেবা, খাদ্য সরবরাহ, নিয়ম-শৃঙখলা রক্ষাসহ সার্বিক বিষয়ে খোঁজ নেন। এসময় তিনি কারাবন্দিদের সংশোধিত হয়ে সুন্দর পথে জীবন যাপনের আহ্বান জানান। এছাড়া বন্দিদের জন্য নির্মিতব্য নতুন ভবনের কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
