কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা (টমটম)/টুরিস্ট গাড়ি (চাঁন্দের গাড়ি) ও অন্যান্য থ্রি হুইলার শহরের ট্রাফিক আইন ভঙ্গ করে চলাচল করছে বিধায় যানজট সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনের লক্ষ্যে ওই শ্রেণির গাড়ির চালক তাদের নিজ নিজ বৈধ ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে রাখবে। যাতে করে স্থানীয় চালক এর বাইরে কোন রোহিঙ্গা শরণার্থী গাড়ি চালাতে না পারে। অটোরিকশা (টমটম)/টুরিস্ট গাড়ি (চাঁন্দের গাড়ি), অন্যান্য থ্রি হুইলার চালকগণ রাস্তায় যত্রতত্র তাদের গাড়ি পার্কিং করে রাখতে পারবেন না। পাশাপাশি রাস্তার উপরে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করাতে পারবেন না।
কক্সবাজার শহরে যানজট নিরসনের লক্ষ্যে অটোরিকশা (টমটম)/টুরিস্ট গাড়ির (চাঁন্দের গাড়ি) চালক, মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া তিনি অনুমোদিত সংখ্যার বাইরে এ ধরনের যানবাহন যাতে চলাচল না করে সেজন্য ট্রাফিক পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। সব প্রকার যানবাহন থেকে চোখের জন্য মারাত্মক ক্ষতিকর অবৈধ এলইডি লাইট অপসারণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। এসময় পুলিশ সুপার উপস্থিত সবাইকে সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য আহ্বান জানান।
