কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে ১০ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাস, মুঠোফোন এবং নগদ টাকা জব্দ করা হয়। মঙ্গলবার মধ্য রাত ১টা ১০ মিনিটে সদর উপজেলার কালিয়ারকান্দা সাকিনস্থ তাহের উদ্দিন আনোয়ারী উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার দক্ষিণ পার্শ্বের খোলা মাঠে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেÑ কটিয়াদী উপজেলার আষাঢ়কান্দি গ্রামের আসেন মিয়ার ছেলে শুকুর আলী (২৫), একই গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে মো. মান্নান (৩৫), রায়খোলা গ্রামের বকুল মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া (২০), একই উপজেলার গৌরিপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মো. ওমর ফারুক, মীর হোসেনের ছেলে মো. আল আমিন (২৮), মৃত বশির উদ্দিরেন ছেলে মো. বাবু (৩৫), মৃত আসেন মিয়ার ছেলে মো. লিটন (৪০), মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. আজিল উদ্দিন (২৮), মৃত আব্দুল সাত্তারের ছেলে মো. রঞ্জু মিয়া (৪২), মৃত বুদু মিয়ার ছেলে মো. সুমন মিয়া।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার ল্যাফ. এম. শোভন খান জানান, মঙ্গলবার মধ্য রাতে তারা সদর উপজেলার কালিয়ারকান্দা সাকিনস্থ তাহের উদ্দিন আনোয়ারী উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার দক্ষিণ পার্শ্বের খোলা মাঠে অভিযান চালিয়ে ৩ বান্ডেল তাস, ৩টি মোবাইল সেট ও নগদ ১১ হাজার ৬০০ টাকাসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় প্রকাশ্য বঙ্গীয় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
