দশমিনা উপজেলায় বৃহস্পতিবার (৭ নভেম্বর) নানা আয়োজনের মধ্যদিয়ে কৃষক ফেডারেশন’র প্রতিষ্ঠাতা সভাপতি কৃষক আন্দোলনের প্রাণ পুরুষ “ কমরেড আবদুস ছত্তার খানের ” ২৮তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা কৃষক ফেডারেশন ও কৃষাণী সভার উদ্যোগে পুস্পস্তাপক অর্পন, আলোচনা সভা, র্যালী, দোয়া ও সাধারণ খানা বিতরণ করা হয়।
বাংলাদেশ কৃষক ফেডারেশ দশমিনা উপজেলা শাখার সভাপতি নয়ামিয়া সিকদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কৃষক ফেডারেশনর সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, যুগ্ন সাধারণ সম্পাদক ছত্তার হাওলাদার, কৃষানী সভার সভানেত্রী সামছুরন্নাহার খান ডলি, ডাঃ ডলি আকবর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ সোহরব হোসেন, দশমিনা প্রেসক্লাবের সভাপতি মোঃবেল্লাল হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফয়েজ আহমেদ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সোহাগ হোসেন লিওন, সদস্য রবিউল হাসান ডব্লি সহ বিভিন্ন চরাঞ্চলের কৃষক ও কৃষানীগন।
আলোচনা সভায় কেন্দ্রীয় কৃষক ফেডারেশনর সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান বলেন- বাংলাদেশের সাধারণ কৃষকের নেয্য অধিকার বাস্তবায়নে ১৯৭৬ সালে পাবনা দায়রামপুর গ্রামে “ বাংলাদেশ কৃষক ফোডরেশন” প্রতিষ্ঠিত হয়। ওই সংগঠনের মাধ্যমে উপজেলার বিভিন্ন চরে অবহেলিত কৃষকদের মধ্যে সরকারের মাধ্যমে প্রকৃত কৃষকদের খাস জমি বন্দোবস্ত দেয়া হয়। তিনি আরো জানান, বর্তমানে উপজেলা ভুমি অফিসের অসাধু কিছু কর্মকর্তা ও কর্মচারীদের মাধ্যমে কিছু অসাধু ব্যক্তিরা খাস জমি বন্দোবস্ত নিয়ে সাধারণ কৃষকদের নিজ আবাসস্থল ও চাষি জমি থেকে বিতারিত করছে। কৃষকদের নেয্য দাবি নিয়ে বাংলাদেশ কৃষক ফেডারেশন কোন আপোষ করবেনা।
তিনি ভুয়া বন্দোবস্ত বাতিল করে প্রকৃত কৃষকদের খাস জমি বন্দোবস্ত দানের দাবি জানান।