বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুটহাট করে জামিন না দেয়ার আহ্বান আসিফ নজরুলের চলমান অভিযানের পর আর কোনো ডেভিল থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি : কমিশনার সানাউল্লাহ শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান দুই ধাপ পিছিয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম বইমেলার স্টলে হট্টগোলের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ মানবাধিকার লঙ্ঘন কোনোভাবেই মেনে নেয়া হবে না : প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার প্রধান দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দেবেন : মির্জা ফখরুল গুয়াতেমালায় বাস খাদে পড়ে ৫৫ জন নিহত ১০০ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা তসলিমা নাসরিনের ‘চুম্বন’ বই ঘিরে বইমেলায় উত্তেজনা, স্টল বন্ধ বিশ্ব প্রযুক্তি কাঁপিয়ে দিলো নতুন চীনা এআই ডিপসিক সোনার দামে রেকর্ড, দেড় লাখ ছুঁয়েছে ভরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী আন্তর্জাতিক মাল্টিফেইথ কর্মশালা রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট’সহ নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫৪ সীমান্তে বিএসএফ’র সিসি ক্যামেরা স্থাপন, বিজিবি’র প্রতিবাদ ‘ডেভিল হান্ট অভিযানে রাঘববোয়াল-চুনোপুঁটি কেউ ছাড় পাবে না’ খুলনায় প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বখাটের ছুরিকাঘাতে ৫ শিক্ষার্থী আহত, ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উইলিয়ামসনের দুর্দান্ত সেঞ্চুরিতে ফাইনালে নিউজিল্যান্ড শ্যামপুরে প্লাস্টিক কারখানায় আগুন, ৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে যে ৫ খাবার পানিশূন্যতা কমাবে সিলেটে ৭৩ হাজার উচ্চ রক্তচাপ রোগীর ৫৮ ভাগেরই রোগ নিয়ন্ত্রণে রয়েছে মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড জিতলেন আরটিভির সেলিম মালিক বিজ্ঞাপন ও পণ্যের প্রচারণায় ব্যস্ত মিম সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেপ্তার ৫ যুবককে অপহরণের ঘটনায় গ্রেফতার ১ তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শাহবাগে প্রাথমিকের শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পতিত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে

কমলগঞ্জে শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

সাইদুল ইসলাম কমলগঞ্জ (মৌলভীবাজার)
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:৩১ অপরাহ্ন

মৌলভীবাজারের কমলগঞ্জ শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীমতি শিপ্রা রানী মোহান্তকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলম।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও মানপত্র পাঠ করেন স্কুলের শিক্ষার্থীরা।

বিদায় সংবর্ধনা অনুষ্টানে শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও সমাজ সেবক নজরুল ইসলাম শিপর এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখেন, কমলগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সোমা ভট্টাচার্য প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শংকরপুর সরকারি প্রাঃ বিঃ প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুর-ই-এলাহী। বিশিষ্ট সমাজ সেবক ও শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল বাছিত এর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ গন মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বাবু রসময় মোহান্ত, শংকরপুর শহীদ সৃতি জুনিয়র হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। এছাড়াও সংবর্ধিত অতিথি ছিলেন শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রীমতি শিপ্রা রাণী মোহান্ত।

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শহিদ সৃত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সালাহউদ্দিন, কমলগঞ্জ উপজেলার মঙ্গলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাহিদ আলী, আমিনুল ইসলাম চৌধুরী, মামুনুর রশীদ মামুন, ফেরদৌস আহমেদ প্রমুখ।

অবসর প্রাপ্ত শিক্ষকের উদ্দেশ্যে বক্তব্যে বক্তারা বলেন, ‘একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা করেছেন। এ বিদ্যালয়ে তিনি যোগদানের আসার পর পাশের হার শতভাগে উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। আমরা এ মহান শিক্ষিকার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।

পরে অবসর প্রাপ্ত শিক্ষককে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা সহ এলাকার বাসীর পক্ষ থেকে স্বর্ণের উপহার প্রদান করা। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর